ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে কোনো সমঝোতা ছাড়াই বাংলাদেশের মিশন শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। শর্তপূরণসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের শেষদিকে দুই কিস্তির অর্থ পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে গেছেন আইএমএফ কর্মকর্তারা।
দুই সপ্তাহের পর্যালোচনার পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষের সংবাদ সম্মেলনে মূল্যায়ন তুলে ধরে প্রতিনিধিদল। আইএমএফের গবেষণা বিভাগের উন্নয়ন সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান (তিনি মিশনপ্রধান) ক্রিস পাপাজর্জিওসহ দলের ৯ সদস্য উপস্থিত ছিলেন।
আইএমএফের প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের ঋণের মধ্যে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ও পঞ্চম কিস্তির প্রায় ১০০ কোটি ডলারের বেশি অর্থ ছাড়ের বিষয়ে এই মিশনের সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু মিশন শেষে অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি আইএমএফ প্রতিনিধিদল। প্রথা ভেঙে চুক্তি ছাড়াই সফর শেষ করেছে সংস্থাটি।