You have reached your daily news limit

Please log in to continue


ডলারের বাজারে অস্থিরতা

বাজারে ডলার-সংকট মেটাতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য টাকার অবমূল্যায়নসহ নানা উদ্যোগ রয়েছে। এতে কিছুটা সহনীয় ছিল ডলারের বাজার। কিন্তু গত সোমবার ডলারের দাম নতুন করে নির্ধারণ করায় বাজারের অস্থিরতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। যার নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতি ও আমদানিতে পড়তে শুরু করেছে। একই সঙ্গে খোলাবাজার থেকে ডলার যেন লাপাত্তা হয়েছে।

জানা গেছে, নতুন দাম নির্ধারণের দুই দিন পরেই আমদানি পর্যায়ে ডলারের দাম এক লাফে সর্বোচ্চ ১২ টাকা বেড়ে ১০৬ টাকা ৯০ পয়সা হয়েছে। এর আগে দর ছিল ৯৫ টাকা। গত সোমবার নতুন দর কার্যকর হওয়ার পর বাংলাদেশ ব্যাংকও ডলারের দাম ৯৫ টাকা থেকে বাড়িয়ে ৯৬ টাকা করে। গতকাল বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১১৭ টাকা। যদিও ব্যবসায়ীরা ডলারের কেনা দাম ১০৭ টাকা ও বিক্রির দাম ১০৮ টাকা লিখে তালিকা ঝুলিয়ে রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন