কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মারা গেছেন পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফ

www.tbsnews.net প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৫

মারা গেছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আসাদ রউফ। বুধবার লাহোরে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তার বয়স হয়েছিল ৬৬ বছর।


১৯৯৮ সালে আম্পায়ারিংয়ের ক্যারিয়ার শুরু করেন রউফ। শুরুতে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং করেন তিনি। দুই বছর পরই আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে রউফের অভিষেক হয়। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। 


তখন তিনি আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের অংশ ছিলেন না। ২০০৪ সালে পাকিস্তানের আরেক আম্পায়ার আলিম দার এলিট প্যানেলের অংশ হওয়ার পর ইন্টারন্যাশনাল প্যানেলে জায়গা হয় রউফের। পরের বছর টেস্ট অভিষেক হয় তার। চট্টগ্রামে জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্টে আম্পায়ারিং শুরু করেন রউফ। রউফের অভিষেকের সেই ম্যাচে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও