ইজিবাইক যাত্রীর কাছে মিলল আগ্নেয়াস্ত্র ও গুলি

কালের কণ্ঠ সাতক্ষীরা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩

সাতক্ষীরার কলারোয় চেকপোস্ট বসিয়ে কামাল হোসেন (৩৮) নামের এক ইজিবাইকের যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় ওয়ান শুটারগান ও সাত রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের সাতক্ষীরা যশোর মহাসড়কের কিসমত ইলিশপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। কামাল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার আবু সিদ্দিকের ছেলে।


কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ওই এলাকার মুক্তার হোসেনের মুদি দোকানের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত একটি ইজিবাইকের গতিরোধ করা হয়। এ সময় ইজিবাইকে যাত্রী বেশে বসে থাকা কামাল হোসেনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে একটি দেশীয় ওয়ান শুটাগানসহ সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। তল্লাশীকালে এ ঘটনায় জড়িত থাকা অজ্ঞাত ব্যাক্তি পালিয়ে যায়। অস্ত্র ও গুলিসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও