গোপনে কেউ আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে কিনা জানবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর একটি। গুগল প্লে স্টোরের হিসাবে এ পর্যন্ত ৫ বিলিয়ন বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে। কিন্তু হ্যাকাররা অনেকসময়েই অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়।
চলুন জেনে নিই অ্যাকাউন্ট কেউ হ্যাক করে আপনার অজান্তেই কোনো মেসেজ পড়ছে কী না, সে সম্পর্কে-
নিজের কম্পিউটারে বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্রাউজ করে। হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম অনুযায়ী একসঙ্গে চারটি ডিভাইস থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করা যায়। এই নিয়মের জন্য অনেক সময় হ্যাকাররা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনার মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকা হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পেয়ে যেতে পারে।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ধরুন আপনি কোথাও নিজের স্মার্টফোন রেখে অন্যমনস্ক হয়ে রয়েছেন, এই সুযোগে কোনো ব্যক্তি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে থাকা কিউআর কোড স্ক্যান করে তার নিজের ডিভাইসে আপনার অ্যাকাউন্ট থেকে লগইন করে নিতে পারেন। তাই এ বিষয়ে আগে থেকে সতর্ক থাকা জরুরি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাট
- হোয়াটসঅ্যাপ