কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কার্বনখেকো’ গাড়ি বানিয়েছে নেদারল্যান্ডসের শিক্ষার্থীরা

বিডি নিউজ ২৪ নেদারল্যান্ডস প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৫

অভিনব এক বিদ্যুচ্চালিত গাড়ি বানিয়েছে নেদারল্যান্ডসের ‘আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকলোলজি’র শিক্ষর্থীরা। চোখের দেখায় বিএমডব্লিউ কুপ অথবা অন্য কোনো ব্র্যান্ডের তৈরি স্পোর্টসকারের মতো মনে হলেও, কাজের হিসেবে গাড়িটি ‘কার্বনখেকো’।


জীবাশ্মজ্বালানীনির্ভর গাড়িগুলো যখন জলবায়ু পরিবর্তন নিয়ে শঙ্কিতদের মাথাব্যথার অন্যতম প্রধান কারণ, সেখানে ডাচ শিক্ষার্থীদের তৈরি গাড়িটির ভূমিকা একেবারেই উল্টো। যতোটা তৈরি করে, তার চেয়ে বেশি কার্বন শোষণ করবে জেম (ZEM)।


নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা করে টিইউ/ইকোমোটিভ-এর অর্থ ব্যবস্থাপক ইয়েনস লাহাইয়ে বলেন, “আমাদের লক্ষ্যই হচ্ছে আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।”


রয়টার্স জানিয়েছে, পুরো নাম ‘দ্য জিরো এমিশন মোবিলিটি কার’-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেম।


দুই আসনের গাড়িটি চলে ক্লিনট্রন লিথিয়াম-আয়ন ব্যাটারিতে। আর গাড়ির সিংহভাগ যন্ত্রাংশ নির্মাণ করা হয়েছে থ্রিডি প্রিন্টারে, রিসাইকল করা প্লাস্টিক দিয়ে।


গাড়িটির উৎপাদন থেকে শুরু করে জীবদ্দশার শেষ পর্যন্ত যতোটা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হওয়ার কথা, তার চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে শুষে নেবে– এমন পরিকল্পনাই করেছেন আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও