
গ্রোকের জন্য ১২ বিলিয়ন ডলার ঋণ নেবে ইলন মাস্ক
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৭:৪১
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্স-এআই এর প্রকল্প বাস্তবায়নে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ করবে ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাস্কের ঘনিষ্ঠ সহযোগী অ্যান্টোনিও গ্রাসিয়াস পরিচালিত ভ্যালর ইক্যুইটি পার্টনার্স নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ঋণ সংগ্রহের এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানটি এরইমধ্যে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এই অর্থ দিয়ে কেনা হবে বিপুল পরিমাণ এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক জিবি২০০ ও জিবি৩০০ সিরিজের চিপ। এসব চিপ ব্যবহার করে নির্মাণ করা হবে একটি বৃহৎ ডেটা সেন্টার। যেখানে এক্স-এআই এর নিজস্ব চ্যাটবট "গ্রোক"-এর প্রশিক্ষণ ও পরিচালনা করা হবে।