কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেট্রোলিয়াম জেলি কাজে লাগানোর নানা উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯

সুগন্ধি স্থায়ী করতে 
পছন্দের সুগন্ধি স্প্রে করার আগে সামান্য পেট্রোলিয়াম জেলি মেখে নিন ত্বকে। বিশেষ করে পালস পয়েন্টে ব্যবহার করলে অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধ ঘিরে থাকবে আপনাকে।  


শিশুর ডায়াপার র‍্যাশ দূর করতে
শিশুকে নিয়মিত ডায়াপার পরিয়ে রাখলে র‍্যাশ দেখা দেয় বা ত্বক লালচে হয়ে যায়। এই সমস্যা সমাধানে ডায়াপার খুলে খানিকটা পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করে দিন। 



অবাধ্য চুল বশে আনতে 
কপালের চুলগুলো বারবার উড়ে এসে বিরক্ত করছে? অল্প পেট্রোলিয়াম জেলি আঙুলের সাহায্যে লাগিয়ে নিন চুলে। 


ত্বক থেকে নেইল পলিশের দাগ তুলতে
ত্বকে নেইল পলিশের রঙ লেগেছে? খানিকটা পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। উঠে যাবে দাগ। হেয়ার ডাই বা চুলে ব্যবহার করা রঙ ত্বকে লাগলেও একইভাবে উঠিয়ে নিতে পারেন।


মেকআপ তুলতে 
পেট্রোলিয়াম জেলি চমৎকার মেকআপ রিমুভারের কাজ করে। তুলায় লাগিয়ে ঘষে ঘষে লিপস্টিক, ফাউন্ডেশন কিংবা কাজল উঠিয়ে ফেলতে পারেন সহজেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও