তিন সংস্করণের নেতৃত্ব ভাবতেই পারছেন না কামিন্স
ওয়ানডে ক্রিকেট থেকে অ্যারন ফিঞ্চের বিদায়ে এই সংস্করণে নতুন অধিনায়কের আলোচনায় কেউ কেউ রাখছেন প্যাট কামিন্সকে। তবে ‘বাড়তি দায়িত্ব’ নেওয়ার ভাবনা নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। এই পেসারের মতে, প্রতিটি ম্যাচ খেলতে হলে তিন সংস্করণে একজন অধিনায়ক যৌক্তিক নয়।
গত শনিবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ফিঞ্চ। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরদিন খেলা ম্যাচটি ছিল এই সংস্করণে তার শেষ। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন নতুন অধিনায়কের খোঁজে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এখনই অবশ্য নতুন কাউকে নিয়োগ দিতে হচ্ছে না তাদের। অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী নভেম্বরে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। মাঝে তাই দুই মাসের মতো সময় পাচ্ছে অস্ট্রেলিয়ান বোর্ড।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের দায়িত্বও ছেড়ে দিতে পারেন ফিঞ্চ, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। তেমনটা হলে সীমিত ওভারের দুই সংস্করণের জন্য অধিনায়ক প্রয়োজন হবে অস্ট্রেলিয়ার।
- ট্যাগ:
- খেলা
- অধিনায়ক
- ওয়ানডে ক্রিকেট
- প্যাট কামিন্স