অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে জিতল ভারত
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
ভারতের বিশাল জয় অনুমিতই ছিলো, দেখার ছিলো কতটা সেটা প্রলম্বিত করতে পারে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে নেমে ট্রেভিস হেড ছাড়া ভারতীয় বোলারদের পরীক্ষা করতে পারেননি আর কেউ। জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজদের তোপে তাই স্বাগতিক দলকে গুঁড়িয়ে বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির পর ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম টেস্টে সফরকারীরা জিতেছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। ৫৩৪ রানের রেকর্ড পুঁজি তাড়ায় ২৩৮ রানের বেশি করতে পারেনি অজিরা। দলের হয়ে ওয়ানডে মেজাজে সর্বোচ্চ ৮৯ রান করেন হেড। বুমরাহ ও সিরাজ নেন তিনটি করে উইকেট।
এই জয়ে বোর্ডার-গাভস্কার ট্রফি ধরে রাখার পথে শুরুতেই এগিয়ে গেল ভারত।
- ট্যাগ:
- খেলা
- বোর্ডার-গাভাস্কার ট্রফি