You have reached your daily news limit

Please log in to continue


নেটফ্লিক্সে গেইম: আসছে অ্যাসাসিন’স ক্রিড

অ্যাসাসিন’স ক্রিড সিরিজের একটি মোবাইল গেইমসহ আরও দুটি মোবাইল গেইম টাইটেল আসছে নেটফ্লিক্সে।

গেইমগুলোর প্রকাশক ইউবিসফট এ খবর নিশ্চিত করেছে শনিবার।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সে আসন্ন অন্য মোবাইল গেইম দুটি হচ্ছে ‘ভ্যালিয়ান্ট হার্টস’-এর সিক্যুয়েল, যা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি একটি ‘পাজল অ্যাডভেঞ্চার’ গেইম। আর আছে এপিক লুটের নতুন ‘মাইটি কোয়েস্ট’ গেইম, যেটিকে ইউবিসফট আখ্যা দিয়েছে ‘হ্যাক-অ্যান্ড-স্ল্যাশ অ্যাডভেঞ্চার’ হিসেবে।

“এই সব গেইম মিলবে নেটফ্লিক্সের মোবাইল অ্যাপ ও গ্রাহক সেবার সঙ্গে। পাশাপাশি, গেইমগুলো ডাউনলোড করা যাবে এবং কোনো বিজ্ঞাপন বা ‘ক্ষুদ্র লেনদেন’ থাকবে না এতে।” -- বিবৃতিতে বলেছে ইউবিসফট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন