তরুণ নেতৃত্ব এলেই দেশ বদলাবে, পুরোনোরা কিছু পারবে না
লেখক ও চিন্তাবিদ আকবর আলি খান ৮ সেপ্টেম্বর মারা যান। গত ১৫ আগস্ট। প্রথম আলোর সঙ্গে কথোপকথনে তিনি দেশ, রাজনীতি, গণতন্ত্র, প্রশাসন ও তাঁর লেখালেখি সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। আমাদের জানামতে, কোনো পত্রিকা বা সংবাদমাধ্যমকে দেওয়া এটাই ছিল তাঁর শেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও রাফসান গালিব
প্রথম আলো: বাংলাদেশের ভবিষ্যৎ কী দেখেন?
আকবর আলি খান: বাংলাদেশের ভবিষ্যৎ ভালোই দেখি। অসম্ভব কিছু হবে না। আফ্রিকার কিছু দেশের মতো গুরুতর অবস্থা হবে না। আর ভারতের সঙ্গে তুলনা করতে গেলে তাদের সার্বিক সূচক বাংলাদেশের ওপরে থাকে। তবে অনেক জায়গায় বাংলাদেশ থেকে এগিয়ে, আবার কিছু জায়গায় বাংলাদেশের তুলনায় ভারত পিছিয়ে—যেমন উত্তর প্রদেশ, বিহার। এমনকি পশ্চিমবঙ্গের কিছু জায়গার অবস্থা বাংলাদেশ থেকে ভালো নয়।