কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমদানি বন্ধ হলেও চালের সংকট হবে না

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:২১

সম্প্রতি ভারত সরকার আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বাড়িয়েছে। এতে দেশের বাজারে চালের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন মিলমালিক ও পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, দেশের বাজারে চালের কোনো সংকট নেই। তবে ভারত সরকার সেদ্ধ চালের ওপর শুল্কারোপ করলে দেশের বাজারে চালের দাম হয়তো কিছুটা বাড়তে পারে।


নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা আজকের পত্রিকাকে বলেন, ভারত সরকার আতপ চালের ওপর শুল্কারোপ করেছে। যদি আতপের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে দেশে চালের দামে কোনো প্রভাব পড়বে না। তবে সেদ্ধ চালের ওপর শুল্কারোপ কিংবা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হলে বাজারে চালের দাম কিছুটা বাড়বে। 


বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক হাজি নিজাম উদ্দিন বলেন, দেশে চালের কোনো অভাব নেই। চলতি আমনের শেষে ও আগামী বোরোর আগে কিছুটা সংকট হতে পারে। সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ব্যবসাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সরকার বেশি কড়াকড়ি করলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তখন উল্টাপাল্টা দামে বিক্রি হয়।


সংশ্লিষ্টরা জানান, ভারতের চালের বাজার মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা, চীনসহ বিভিন্ন দেশ। বাংলাদেশে ভারতের বাজার খুবই সীমিত। সম্প্রতি তারা আতপ চালের ওপর শুল্ক বাড়ানোয় বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব পড়লেও দেশের বাজারে কোনো সমস্যা হবে না। আগামী আড়াই-তিন মাসের মধ্যে দেশে আমন চাল উঠবে। দেশের সবচেয়ে বড় আবাদ বোরো মৌসুম। আর ভারতে বড় আবাদ আমনে। সে দেশে এবার প্রকট খরা দেখা দিয়েছে। তাদের সেচ দেওয়াও বাংলাদেশের মতো সহজ নয়। ফলে তাদের উৎপাদন নিয়ে সমস্যা হতে পারে। তবে দেশে আমন ধান ইতিমধ্যে রোপণ করা হয়েছে। বৃষ্টিপাত কম হলেও সেচের মাধ্যমে উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টায় রয়েছেন কৃষকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও