You have reached your daily news limit

Please log in to continue


ফের মা হচ্ছেন হাসিন রওশন

ফের মা হতে যাচ্ছেন অভিনয়শিল্পী হাসিন রওশন। বিষয়টি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। বিবাহ জীবনে পদার্পনের পর ২০১৬ সালে শোবিজ থেকে নিজেকে সরিয়ে নেন।

২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন। ২০২২ ফের মা হতে যাচ্ছেন।   

বিষয়টি নিজেই জানিয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন হাসিন। দ্বিতীয়বার মা হতে যাওয়ার অনুভূতিও ঠিক প্রথমবারের মতোই জানালেন তিনি।  

হাসিন বলেন, ‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ্। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসিন বলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়। আমি আর আমার হাজব্যান্ড মারুফ বাচ্চা অনেক পছন্দ করি এরচেয়ে বড় কথা আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন