
খুলনায় দাম কমেছে সবজির, স্থিতিশীল চাল-ডাল-তেল
খুলনার বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বাজারে সব ধরনের সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। এক সময়ে ক্রয়ক্ষমতার বাইরে থাকা কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাজারে চাল-ডাল ও তেলের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে কমেছে পেঁয়াজের দাম। শনিবার (১০ সেপ্টেম্বর) খুলনার পাইকারি ও খুচরা বাজারগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাজারে মাছ আসতে শুরু করায় দর কমতে শুরু করেছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল, বাদশা, মাছুম খলিফা, রানা, মনি জানান, কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম আরও একদফা কমে ৪০ টাকায় নেমে এসেছে। বিকেলে এ দাম ৩০ টাকায় গিয়ে ঠেকছে। গত সপ্তাহে বাজারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বেগুন এ সপ্তাহের ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম কমে যাওয়ায় অন্যান্য সবজির দাম কমে গেছে। লাউ ৪০ টাকা, কুমড়া ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ওল ৫০ টাকা, উচ্ছে ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, কুশি ৪০, কাকরোল ৩০, কচুরলতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, সকালে ক্রেতার সমাগম একটু বেশি থাকে। তখন বিক্রেতার টাটকা সবজির দাম বেশি নেয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাজারদর
- সবজির দাম