কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫ ওভারে ১ রান দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যাবট

প্রথম আলো প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯

কেয়ার্নসে যা ঘটে গেল, ফিল সিমন্স কি তা দেখেছেন?


ওয়েস্ট ইন্ডিজ কোচ হয়তো দেখতে পারেন, নিউজিল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ১১৩ রানে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু শন অ্যাবটের বোলিং কি খেয়াল করেছেন?


করে থাকলে সিমন্সের মন খুঁজে ফিরতে পারে ৩০ বছর আগের সেই ম্যাচ—১৯৯২ সালে সিডনিতে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে পাকিস্তানের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ১১৩ রানে জিতেছিল ক্যারিবিয়ানরা, আর সিমন্স গড়েছিলেন কিপটে বোলিংয়ের অনন্য এক নজির।


ওই দিন ডানহাতি মিডিয়াম পেসারের বোলিং ফিগার ছিল এমন—১০–৮–৩–৪!


ওয়ানডেতে এক ইনিংসে সেটি সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড (কমপক্ষে ৩০ বল)। ওভারপ্রতি গড়ে ০.৩০ করে রান দেওয়ার সেই রেকর্ড এত দিন অনন্য হয়ে থাকলেও হাতবদল হলো কেয়ার্নসে—সিমন্স থেকে অ্যাবট।


নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ফেরার মিছিলে বেশি ওভার বোলিং করতে পারেননি এই পেসার। ৫ ওভারে ৪ মেডেন ১ রানে ২ উইকেট—আজ দ্বিতীয় ওয়ানডেতে অ্যাবটের বোলিং বিশ্লেষণ। অর্থাৎ অ্যাবট ওভারপ্রতি ০.২০ করে রান দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও