শাহরুখ খান জানালেন, কলকাতারও আছে ‘জয় বীরু’ ও ‘সুপারম্যান’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১৫:৫৪
বলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘জয় বীরু’ সিনেমাটা কি দেখেছেন? ফারদিন খান ও কুনাল খেমু অভিনীত সেই সিনেমাটা দুই বন্ধুর গল্প নিয়ে। কলকাতা নাইট রাইডার্সেও এমন জয়–বীরু জুটি আছে। আর সেটা জানিয়েছেন স্বয়ং কলকাতারই সহমালিক বলিউড কিংবদন্তি শাহরুখ খান।
পুনীত সিরা পরিচালিত সেই সিনেমায় দেখা গিয়েছিল, দুই বন্ধু জয় ও বীরু মিলে এক মাফিয়া ডনের বিরুদ্ধে লড়ছে। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কলকাতার জয়–বীরু জুটির কাজটাও ঠিক তাই। ব্যাট হাতে দুজনেই ধ্বংসাত্মক। প্রতিপক্ষের বোলারদের একদম দুমড়ে–মুচড়ে দেন। কাদের কথা বলা হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন? আচ্ছা, বলেই দেওয়া যাক—আন্দ্রে রাসেল ও রিংকু সিং।
- ট্যাগ:
- খেলা
- শাহরুখ খান
- সুপারম্যান
- কলকাতা
- শাহরুখ খান
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে