কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ ম্যাচে ৮৪ ছক্কা: জাকির ১২, মাহফুজুর ১২, মোসাদ্দেক ১০, সাকিব ৭...

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২৪, ১৯:৫১

ছক্কা-উৎসব দেখল ঢাকা প্রিমিয়ার লিগ। আজ লিগে হওয়া ৩ ম্যাচে ছক্কা হয়েছে মোট ৮৪। বড় ইনিংস মানেই যেন একের পর এক ছক্কার ফুলঝুরি। প্রাইম ব্যাংকের জাকির হাসানের ব্যাট থেকে ছক্কা এসেছে ১২টি, সমান ১২ ছক্কা মেরেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহফুজুর রাব্বিও। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন মোহামেডানের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলার পথে ছক্কা মেরেছেন ১০টি। ৫ বছর পর লিস্ট এ ক্রিকেটে পাওয়া সেঞ্চুরিতে সাকিবের ছক্কা ছিল ৭টি।


অধিনায়ক হিসেবে আবাহনীকে এবারও চ্যাম্পিয়ন করেছেন। দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। তবে এবারের প্রিমিয়ার লিগে ব্যাটসম্যান মোসাদ্দেক নিজের সেরাটা দেওয়ার সুযোগই পেয়েছেন কম। মোহামেডানের বিপক্ষে আজকের ম্যাচের আগে খেলা ১৪ ম্যাচে মাত্র ৭ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। আজ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে এত দিন ব্যাটিং না পাওয়ার আক্ষেপই যেন ঘোচালেন আবাহনী অধিনায়ক। খেলেছেন ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। তাঁর সেঞ্চুরিতে মোহামেডানকে ৯ রানে হারিয়েছে আবাহনী। এটি আবাহনীর টানা ১৫তম জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও