কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান-দ. আফ্রিকা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৬

অক্টোবরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। অবশ্য মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সু্যোগ পাচ্ছে সাকিব আল হাসানরা। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 


প্রস্তুতি মূলক দুই ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার মাঠে। ঠিক পরের দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল ১৯ অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।


বাংলাদেশ দলের মতোই প্রতিটি দলের জন্য থাকছে দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ। প্রস্তুতি ম্যাচগুলোতে গ্যালারিতে থাকবে না কোনও দর্শক। তবে গ্যাবায় চার প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস।


শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর মূল পর্ব শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, প্রতিপক্ষ প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। যেখানে আছে নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও