কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুর অতিরিক্ত জেদ? সামলাবেন যেভাবে

সমকাল প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫

শিশুদের অনেক আচরণের মাঝে 'জেদ ধরা' একটি পরিচিত সমস্যা। শিশুরা অনেক সময় সবার মনাযোগ পাওয়ার জন্য জেদ ধরে।  অনেক বাবা-মাই এটাকে সাধারণ সমস্যা হিসেবে নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।  কিন্তু কোনো কোনো শিশু এতটাই জেদ ধরে যে বাবা-মা বুঝতেই পারেন না কী করবেন।


বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়স থেকেই এটিকে দমন না করতে পারলে ভবিষ্যতে আরও খারাপ সমস্যায় পড়তে পারেন অভিভাবকরা। এ ব্যাপারে মনোবিজ্ঞানীরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন।


শিশু যখন কোনো কিছু চেয়েই পেয়ে যায় তখন তার নতুন জিনিসের বায়না শুরু হয়। সেই বায়নার কারণে তার জিদ করার প্রবণতা শুরু হয়। বাবা-মাকে পর্যাপ্ত সময় ধরে কাছে না পেলে শিশুরা অনেক সময় জেদ দেখাতে পারে। আবার অনেক সময় পরিবেশ বা আশপাশের অনেকের আচরণ দেখেও শিশুরা জেদ করাটা শেখে।


শিশুর জেদ কমাতে অভিভাবকদের করণীয়-


১. শিশুর সঙ্গে আচরণের ধরন পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, আপনি তার আচরণ নিয়ে চিন্তিত হচ্ছেন এবং অবশ্যই এটা নিয়ে আলোচনা করতে হবে তার সঙ্গে। বাবা-মা এক সঙ্গে কাজ করতে পারেন তার এই আচরণ পরিবর্তনের জন্য। সব কিছু যে চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না এটা তাকে শেখান।


২. সন্তানকে পর্যাপ্ত সময় দিন। তার সঙ্গে গল্পের বই পড়তে পারেন, ছবি আঁকা বা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারেন। মোট কথা শিশুর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে।


৩.শিশুরা মূলত দেখে শেখে। আপনি যদি অল্পতেই রেগে যান, গালিগালাজ করেন সন্তান সেটাই শিখবে। বরং  নিজেদের কাজ আর বিভিন্ন ভালো ঘটনা সন্তানের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। এতে সন্তানের জেদ কমবে। মনে রাখতে হবে, আপনার সন্তান তার আচরণগত বৈশিষ্ট্য শিখবে পরিবার থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও