![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F48037183-1eae-41d0-8548-b76a49205859%252Fapple_Event_2022.png%3Frect%3D0%252C86%252C945%252C532%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
অ্যাপল আজ নতুন যেসব পণ্যের ঘোষণা দিতে পারে
অ্যাপলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ থাকে বরাবরই। আজ ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজিত ‘ফারআউট’ অনুষ্ঠানে নতুন আইফোনসহ বিভিন্ন পণ্য উন্মোচন করবে অ্যাপল। আর তাই এ অনুষ্ঠান ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে চলছে তুমুল জল্পনা–কল্পনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে এ অনুষ্ঠান।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। অ্যাপলডটকম, অ্যাপল টিভি, অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এ অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে।
অ্যাপলের এবারের অনুষ্ঠান ঘিরে সবার আগ্রহ নতুন আইফোন ঘিরেই। একঝলকে দেখে নেওয়া যাক অ্যাপল আজ কী কী ঘোষণা দিতে পারে—
আইফোন ১৪
ঐতিহ্য অনুযায়ী, অ্যাপলের মূল অনুষ্ঠান সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হয়। আর এটা মূলত নতুন আইফোন উন্মুক্তের অনুষ্ঠান হিসেবে বেশি পরিচিত। আজ অ্যাপল আইফোন ১৪ মডেলের দুটি সংস্করণের ঘোষণা দিতে পারে। একটি হবে ৬.১ ইঞ্চি মাপের আইফোন ১৪ ও আরেকটি হবে ৬.৭ ইঞ্চি মাপের আইফোন ১৪ প্রো ম্যাক্স। তবে এবারে আইফোন মিনির কোনো সংস্করণ না–ও থাকতে পারে।
ওয়াচ সিরিজ ৮
এবারের আয়োজনে আইফোন ছাড়াও ওয়াচ সিরিজ ৮, ওয়াচ প্রো, ওয়াচ এসই মডেলের ঘোষণা দিতে পারে অ্যাপল। ওয়াচ সিরিজ ৮–এ থাকতে পারে দ্রুতগতির এস ৮ চিপ। এতে রক্তচাপ, তাপমাত্রা পরিমাপের মতো সুবিধা থাকবে। নতুন স্মার্ট ডিভাইস হিসেবে ওয়াচ প্রোও অ্যাপলপ্রেমীদের নজর কাড়তে পারে। এতে ফ্ল্যাট এজ ডিসপ্লে ব্যবহৃত হতে পারে। স্যাফায়ানর ডিসপ্লে ও টাইটেনিয়াম কেসযুক্ত অ্যাপল ওয়াচ প্রোর দাম হতে পারে ৯০০ থেকে ১০০০ ডলার।
এয়ারপডস প্রো ২
অ্যাপলের বার্ষিক এ আয়োজনে তিন বছরের পুরোনো এয়ারপডস প্রোর হালনাগাদ সংস্করণের ঘোষণা আসতে পারে। এয়ারপডস প্রো ২ সংস্করণটি উন্নত গতির ব্লুটুথ সমর্থন করবে। এতে হৃৎস্পন্দন মাপার সুবিধাও যুক্ত হবে।