কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সহজ রেসিপিতে রসগোল্লা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

রসালো রসগোল্লা কার না পছন্দ? সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বাড়িতেই মজার এই মিষ্টি বানিয়ে ফেলা যায়। জেনে নিন রেসিপি।


১ লিটার দুধ জ্বাল দিন। বলক উঠলে ১ কাপ পানিতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে দিয়ে দিন। ছানা তৈরি হয়ে গেলে নামিয়ে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন ছানা। এতে ভিনেগারের স্বাদ চলে যাবে। ভালো করে নিংড়ে পানি বের করে কাপড়সহ এক ঘণ্টার জন্য ঝুলিয়ে রাখুন। এতে বাড়তি পানি বেরিয়ে যাবে। কাপড় থেকে ছানা বের করে হাত দিয়ে ভালো করে মথে মিহি ডো তৈরি করুন। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে দুই হাতের সাহায্যে গোলাকৃতির মিষ্টি তৈরি করুন।


সিরা তৈরির জন্য ১ কাপ চিনি ও ৫ কাপ পানি চুলায় বসিয়ে দিন। ২ টেবিল চামচ কেওড়া জল ও ৩-৪টি এলাচ দিন। ফুটে উঠলে ও চিনি পুরোপুরি গলে গেলে তৈরি করে রাখা মিষ্টি দিয়ে ঢেকে দিন প্যান। মাঝারি আঁচে ৫ মিনিট রেখে বন্ধ করে দিন চুলা। ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার রসগোল্লা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও