You have reached your daily news limit

Please log in to continue


কখনোই বার্সেলোনা ছাড়তে চাননি দেম্বেলে

গত মৌসুম জুড়ে প্রায় নিয়মিতই শিরোনাম হতেন উসমান দেম্বেলে। প্রসঙ্গ একটাই, বার্সেলোনায় নতুন চুক্তি নিয়ে দেন-দরবার। কিন্তু তা হয়ে উঠছিল না। এক সময় বার্সেলোনা তো তার সঙ্গে আলোচনাই বন্ধ করে দেয়। অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগের খবর আসে। শেষ পর্যন্ত চলতি মৌসুমের শুরুতে নতুন করে বার্সার সঙ্গেই চুক্তি করেন তিনি। তবে কখনোই কাতালান ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না বলেই জানান এ ফরাসি তরুণ।

মূলত বার্সেলোনার সঙ্গে বেতন-ভাতা নিয়ে ঝামেলা চলছিল দেম্বেলের। আর্থিক দুরবস্থার মধ্যে তাকে কিছু কম বেতন নেওয়ার আহ্বান জানায় ক্লাব কর্তৃপক্ষ। সেখানে কম বেতন তো দূরের কথা আগের চেয়ে আরও বেশি বেতন দাবি করেন তার এজেন্ট। এ নিয়ে নানা আলোচনার পর এক সময় চুক্তি থেকে সরে আসে বার্সা। পরে ক্লাবের সঙ্গে সরাসরি আলোচনা করে বিষয়টির সুরাহা করেন দেম্বেলে। ৪০ শতাংশ বেতন কম নিয়ে নতুন করে দুই বছরের চুক্তি করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন