কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আব্বু কোনো দলের না : দিঠি

বার্তা২৪ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার রোববার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। কিন্তু বাবার পৃথিবী ছেড়ে যাওয়ার দিনে দেশে ছিলেন না গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি। বাবাকে শেষ বিদায় জানাতে দেশে ফিরেছেন তিনি।


আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন তিনি।এসময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার আব্বুকে আপনারা দলীয়ভাবে বিচার করবেন না। আব্বু কোনো দলের না। তিনি সার্বজনীন- দেশের সম্পদ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেভাবেই মূল্যায়ন করেছেন।’


তিনি বলেন, “আব্বু আমাকে বলেছেন, ‘আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। রাষ্ট্রের অন্যতম সেরা ‘একুশে পদক’সহ কত যে পুরস্কার পেয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু আমার একটাই আফসোস আছে মা। মৃত্যুর আগে যদি স্বাধীনতা পুরস্কারটা পেতাম তাহলে আমার জীবনের কোনো অপূর্ণতা থাকতো না। আমার বাবার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও