দেশে কমলার উৎপাদন বেড়েছে ১০ গুণ, আমদানি ৫ গুণ
দেশে ধারাবাহিকভাবে কমলার উৎপাদন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণ। চাহিদার কারণে কমলার আমদানিও বাড়ছে।
দেশে গত এক যুগে কমলার উৎপাদন ১০ গুণ বেড়েছে। এই সময়ে কমলার আমদানি বেড়েছে পাঁচ গুণ।
২০১০ সালে দেশে ৫ হাজার টন কমলা উৎপাদিত হতো। চলতি অর্থবছরে তা বেড়ে হয়েছে প্রায় ৫০ হাজার টন।
অন্যদিকে, গত অর্থবছরে দেশে কমলা আমদানি বেড়ে আড়াই লাখ টন হয়েছে।
৩৫ জেলায় কমলা চাষ
একসময় দেশে কমলা বিদেশ ফল হিসেবে গণ্য হতো। দেশে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণও ছিল কম। যে কমলা মানুষ খেত, তার বড় অংশই বিদেশ থেকে আসত।
দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি বাগানে সবুজ কমলা উৎপাদিত হতো। কিন্তু এখন দেশে আম ও পেয়ারার পর সবচেয়ে দ্রুত বাড়ছে কমলার উৎপাদন।
দেশের অন্তত ৩৫টি জেলায় এখন কমলার চাষ হচ্ছে। সব মিলিয়ে দেশে ২০ থেকে ২৫ জাতের কমলা চাষ হচ্ছে। এর মধ্যে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত যেমন আছে, তেমনি আছে বিদেশি জাত।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি
- কমলা চাষ