শিল্পকলায় থাকছেন আনসাররা!
প্রায় তিন বছর বন্ধ কক্সবাজারের কুতুবদিয়া শিল্পকলা একাডেমির কার্যক্রম; প্রথম দুই বছর গেছে করোনাভাইরাস মহামারীতে আর বছরখানেক ধরে সেটি আনসার সদস্যদের বাসস্থান।
এতে দ্বীপ উপজেলাটিতে শিল্পকলাকেন্দ্রিক সংগীতসহ অন্যান্য মাধ্যমের শিখন আর চর্চা বন্ধ। সাংস্কৃতিক কার্যক্রমেও এর প্রভাব পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও শিল্পকলার প্রাক্তন শিক্ষার্থীরা।
পাশেই আনসারদের ভবন নির্মাণের কাজ চলছে। যে কারণে একাডেমির মহড়া কক্ষে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এসব আনসার সদস্যের বসবাসের ফলে একাডেমি চত্বরে সংস্কৃতিকর্মীদের যাওয়া আসাও বন্ধ।
এমন ঘটনার মধ্য দিয়ে সংস্কৃতিচর্চার প্রতি রাষ্ট্রের উদাসীনতা আর অবহেলার চিত্রই ফুটে উঠছে বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতদিন শিল্পকলা একাডেমিতে আনসার সদস্যরা থাকার মানে তো ওইখানে সংস্কৃতিচর্চার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া।
“কেন এটি করা হল আমরা বুঝতে পারছি না। আশা করব দ্রুত শিল্পকলা একাডেমিতে সংস্কৃতিচর্চার পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।”