You have reached your daily news limit

Please log in to continue


নতুন ফিচার, উন্নত ফিল্টার আনছে ট্রুকলার

ট্রুকলার এমন একটি জনপ্রিয় ‘অ্যান্টি-স্প্যাম’ অ্যাপ, যা অপছন্দের ফোন কল ও বার্তা সম্পর্কে সতর্ক করে ব্যবহারকারীকে। এই সপ্তাহে অ্যাপটির আইওএস সংস্করণে বিশাল আপডেটের ঘোষণা দিয়েছে কোম্পানিটি, যেখানে নতুন করে সাজানো অ্যাপটিতে যোগ হয়েছে উন্নত ফিল্টার এবং বেশ কিছু নতুন ফিচার।

ট্রুকলারের মাধ্যমে স্প্যাম অথবা জালিয়াতি সংশ্লিষ্ট নাম্বার থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগকে আলাদা করতে পারেন ব্যবহারকারী।

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, বিশেষ একটি ‘আইওএস এপিআই’ ব্যবহার করে অ্যাপটি, যার মাধ্যমে ‘কল স্ক্রিন’ থেকে সরাসরি ‘স্প্যাম কল’ শনাক্ত করতে পারেন ব্যবহারকারী।

স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকা বিভিন্ন ফোন নাম্বারের একটি ডেটাবেজ রয়েছে ট্রুকলারের কাছে, যা নিয়মিত আপডেট করে অ্যাপটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন