মায়ের পাশে শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩০

কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল সোমবার সমাহিত হবেন এই কিংবদন্তি—এমন সিদ্ধান্তই জানিয়েছে তাঁর পরিবার। তাঁর ছেলে সারফরাজ আনোয়ার জানান, গাজী মাজহারুল আনোয়ারকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।


গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান—উপল ও দিঠি। শেষ বিদায়ে ছেলে উপল থাকলেও যুক্তরাষ্ট্রে আছেন কন্যা গায়িকা দিঠি। সেই কন্যার অপেক্ষাতেই আছে গাজী পরিবার। গীতিকারের ভাগনে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানান, গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই দিঠির জন্য অপেক্ষা করছি। আমেরিকা থেকে আজই ওর বাংলাদেশে আসার কথা। আমরা আশা করছি, সন্ধ্যা বা রাতের মধ্যে দিঠি ঢাকায় নামতে পারবে। ও আসার পরই বাকি সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে।’


এর আগে রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ ‍মিনিটের দিকে মৃত্যু হয় কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের। সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসার বাথরুমে জ্ঞান হারান তিনি। চিকিৎসকেরা ধারণা করছেন, তিনি স্ট্রোক করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও