চলে গেলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১১
চলে গেলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।
আজ রোববার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।
গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত কয়েকদিন থেকে এসিডিটির সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।
গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন।
সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন।
গাজী মাজহারুল আনোয়ার ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
তার কালজয়ী গানের তালিকায় রয়েছে, 'জয় বাংলা বাংলার জয়', 'আছেন আমার মোক্তার', 'এক তারা তুই দেশর কথা কথা', 'গানের কথায় স্বরলিপি লিখে', 'শুধু গান গেয়ে পরিচয়', 'এই মন তোমাকে দিলাম', ইত্যাদি।