কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বার্তা২৪ রংপুর সদর প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪

রংপুরে সিজারের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।


শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে নগরীর দর্শনা আর কে রোডে অবস্থিত মেঘনা জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।


 

প্রসূতির স্বামী রুবেল মিয়া অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে স্থানীয় এক সেবিকার মাধ্যমে তাকে মেঘনা জেনারেল হসপিটালে ভর্তি করান। ভর্তির পর সিজারের মাধ্যমে সন্তান জন্ম নেয়। তখন তার সন্তান সুস্থ ছিল, এরপর রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে আমরা একাধিকবার নার্সের কাছে যাই। তারা এসে শুধু বলে সুস্থ হয়ে যাবে। তখন এখানে কোনো ডিউটি ডাক্তার ছিল না। পরে বিকেলে ডাক্তার এসে বলে বাচ্চাকে অক্সিজেন লাগাতে এবং দ্রুত মা ও শিশু হাসপাতালে নিয়ে যেতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও