![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F09%2F03%2Fparsa-evana-cover-20220718160303-afaea4ca362d158d6504330eaea0ebb4.jpg%3Fjadewits_media_id%3D810312)
পোল্যান্ডে উড়াল দিচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র ইভা
মূলত নৃত্যশিল্পী তিনি। মাত্র ৪ বছর বয়সে নৃত্যে হাতেখড়ি। এরপর দেশ-বিদেশে বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ের পুরস্কার পর্যন্ত পেয়েছেন। আবার নাচভিত্তিক একটি টিভি রিয়্যালিটি শো’তে হয়েছেন চ্যাম্পিয়ন। কিন্তু দর্শক তাকে চেনেন অভিনেত্রী হিসেবে।
বলছি সময়ের পরিচিত মুখ পারসা ইভানার কথা। বছর কয়েক আগে ‘দেয়ালের ওপারে তুমি’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শক নজরে আসেন তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। হালের রেকর্ড পরিমাণ ভিউ পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের ইভা চরিত্র দিয়েও মুগ্ধ করে চলেছেন ইভানা। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও নাচের সঙ্গে গভীরভাবে মিশে আছেন পারসা। সেই সূত্রেই এবার ঢাকা থেকে উড়াল দিচ্ছেন ইউরোপের দেশ পোল্যান্ডে।
আগামী ১৩ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পারসা।