প্রমাণিত হলো আমরা চাপের মুখে ভেঙে পড়ি: সাকিব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৭

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটারদের নৈপুণ্যে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বোলিং ব্যর্থতায় ম্যাচটি জেতা হয়নি। যে কারণে সবার আগে বাদ পড়তে হয়েছে এশিয়া কাপের এবারের আসর থেকে, সুপার ফোরে উঠে গেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের ব্যাটিংয়ের সময় বাংলাদেশের অনেক ভুলের মধ্যে অন্যতম ছিল অনিয়ন্ত্রিত বোলিং।


শ্রীলঙ্কার ইনিংসের ১৯.২ ওভারের মধ্যে দশটিই অতিরিক্ত বল করেছে বাংলাদেশ। এবাদত হোসেন ও শেখ মেহেদি হাসান মিলে করেছেন ৪টি নো বল ও ৬টি ওয়াইড বল। এর মধ্যে অভিষিক্ত এবাদতেরই ছিল ২টি নো বল ও ৬টি ওয়াইড বল। এছাড়া অফস্পিনার মেহেদি করেছেন অন্য ২টি নো বল। মেহেদির এ দুইটি নো বলই এখন বেশি আলোচনায়। কেননা সপ্তম ওভারে তার প্রথম নো বলে ৩১ রানে জীবন পেয়ে যান কুশল মেন্ডিস। সেই মেন্ডিস পরে আউট হয়েছেন ৬০ রানের ইনিংস খেলে, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া ইনিংসের শেষ ওভারেও আরেকটি নো বল করে ম্যাচ শেষ করে দেন মেহেদি। স্পিনার হয়ে নো বল করাকে অপরাধের পর্যায়ে ফেলছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও