জাপানে ফ্লপি ডিস্ক, সেকেলে প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মন্ত্রী

কালের কণ্ঠ জাপান প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬

অনলাইনের এ যুগে কোনো আবেদনের জন্য বা গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণের জন্য যদি বাধ্যতামূলকভাবে ফ্লপি ডিস্ক ব্যবহার করতে হয়, তাহলে মেজাজ বিগড়ে যাওয়ারই কথা। যুদ্ধ ঘোষণা করে বসাটাও এক অর্থে অস্বাভাবিক নয়। ঠিক এ কাজটিই করেছেন জাপানের ডিজিটালমন্ত্রী তারো কোনো।   তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি প্রক্রিয়ায় পুরনো প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করছেন তিনি।


আধুনিক প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকা জাপানের অফিস সংস্কৃতিতে পুরনো প্রযুক্তি আঁকড়ে ধরে থাকার একটি চল রয়েছে। রীতিমতো নিয়ম করে পুরনো প্রযুক্তি টিকিয়ে রাখা হয় সেখানে।   যেমন ১৯৬০-এর দশকে বাজারে আসা ফ্লপি ডিস্ক বাজার থেকে বিদায় নিয়েছে বহু আগেই। এর অন্যতম কারণ স্বল্প সংরক্ষণ সক্ষমতা। মাত্র ৩২ গিগাবাইট ডাটা রাখতেই প্রয়োজন পড়বে অন্তত ২০ হাজার ফ্লপির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও