You have reached your daily news limit

Please log in to continue


তাইওয়ানের আকাশসীমায় আগস্টে রেকর্ডসংখ্যক চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় গত আগস্টে রেকর্ডসংখ্যক চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ সময় বেইজিংয়ের ৪৪০টিরও বেশি যুদ্ধবিমান দ্বীপটির আকাশসীমায় ঢোকে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি এবং অন্য মার্কিন রাজনীতিকদের তাইপে সফর ঘিরে ওই মহড়া চালানো হয়।

গত মাসের শুরুতে পেলোসির তাইওয়ান সফরের এক সপ্তাহ পর চীন ওই ভূখণ্ডের চারপাশের সমুদ্র ও আকাশসীমায় যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান পাঠায়। ১৯৯০ দশকের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সেটাই ছিল তাইওয়ানকে ঘিরে চীনের বৃহত্তম সামরিক মহড়া।

দুই কোটি ৩০ লাখ মানুষের ভূখণ্ড তাইওয়ানকে চীন নিজেদের অংশ মনে করে। স্বশাসিত এ দ্বীপটিকে প্রয়োজনে বলপ্রয়োগে নিজেদের সঙ্গে জুড়ে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে চীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন