বিএনপির বিক্ষোভ মানেই পুলিশের ওপর হামলা: ওবায়দুল কাদের

বণিক বার্তা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ২০:০১

বিএনপির বিক্ষোভ কর্মসূচি হলেই সেখান থেকে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে বিএনপি। আজ


বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিগ এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে।বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি করা।


বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে বলে দাবি করেন ওবায়দুল কাদের। রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে তা বিএনপির কাছে জানতে চান তিনি। প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, তাই বলে কি অপরাধীদের ধরা হবে না?


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধী, সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। সরকার বিভিন্ন অপরাধে নিজের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও