কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাদা কাপড় ধবধবে সাদা রাখতে যা করতে পারেন

রঙিন পোশাক যতই সুন্দর হোক না কেন ধবধবে সাদা পোশাকের ওপর মানুষের আকর্ষণ বরাবরই বেশি। সাদা শুনলেই মনে হয় শুদ্ধতা আর পরিচ্ছন্নতার কথা।   সাদা কাপড়ে ঘাম, ময়লা, দাগ বসে যাওয়ার আগেই ধুয়ে ফেলার দেন পরামর্শ বিশেষজ্ঞরা। কয়েকটি নিয়ম পালন করলেই সাদা থাকবে একেবারে নতুনের মতো ধবধবে।

চলুন জানা যাক কীভাবে-

সাদা কাপড় ধোয়ার নিয়ম

১. সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিতে হয়। কাপড়ে ঘামের দাগ পড়ে গেলে সেই দাগ উঠতে চায় না।

২. সুতির সাদা কাপড় ভেজানোর আগে ডিটারজেন্ট পানিতে গুলে নিতে হয়। কাপড়ের ওপর কখনওই সরাসরি ডিটারজেন্ট ঢেলে দেওয়া উচিত নয়। এতে কাপড়ের গুণগত মান নষ্ট হয়।

৩. অনেকে সাদা কাপড়ে নীল দিয়ে থাকেন।  নীল দিলে সাদা কাপড় ধবধবে হওয়ার পরিবর্তে নীলচে হয়ে যায়। নীল দিতে চাইলে পরিমাণের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। নীল বেশি পড়লে সাদা কাপড়ের ফাঁকে ফাঁকে নীলচে ছোপ পড়ে যায়।

৪. সুতির সাদা কাপড় ডিটারজেন্টে অনেক্ষণ ভিজিয়ে রাখা যায়। কিন্তু সাদা সিল্ক, জর্জেট, শিফন, মসলিন কাপড় সূতি কাপড়ের মতো বেশিক্ষণ ভেজানো যায় না। সাদা কাপড় সবসময় কড়া রোদে শুকোতে দিতে হয়। না হলে রঙের ঔজ্জ্বল্য ফিরবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন