![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffg-20220901152547.jpg)
ঝোপের পাশে মিললো মানুষের খণ্ডিত পা
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের পাশ থেকে মানুষের খণ্ডিত একটি পা (হাঁটু থেকে নিচ পর্যন্ত) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জারিয়া-ময়মনসিংহ রেলপথের জালশুকা রেল স্টেশনের পাশ থেকে পাটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জালশুকা রেল স্টেশনের পশ্চিমে ঝোপের পাশ থেকে মানুষের খণ্ডিত একটি পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, খণ্ডিত পাটি উদ্ধার করা হয়েছে। তবে এটি পুরুষ না নারীর সেটি বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের পা হতে পারে।