নীলফামারীতে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

ডেইলি বাংলাদেশ নীলফামারী সদর প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৫

নীলফামারীতে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের এমপি আসাদুজ্জামান নূর। এ সময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, আপনারা সবাই জানেন জিনিসপত্রের দাম একটু বেড়েছে।


জিনিসপত্রের দাম সরকার বাড়ায়নি। সরকার যত পারে মানুষের সুযোগ-সুবিধা বেশি করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বৈশ্বিক কারণে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা ঐসব দেশ থেকে যেসব জিনিস আনতাম সেগুলো আনতে সমস্যা হচ্ছে। এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও