
'লিটন দাসকে খুব মিস করছি'
বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলায় ব্যস্ত, তখন লিটন কুমার দাস চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। এই সুপার স্টাইলিস্ট ব্যাটার এমন একটা সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, যখন তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন। তাকে ছাড়া দলের ওপেনিং পজিশন একেবারেই নড়বড়ে হয়ে গেছে। এশিয়া কাপে তাই লিটন কুমার দাসকে খুব মিস করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সংবাদ সম্মেলনে সুজন বলেন, 'আমাদের ব্যাটিংয়ের উন্নতিটা খুব প্রয়োজন। আমাদের টপ অর্ডারে সবচেয়ে বড় সমস্যা, উদ্বোধনী জুটি ক্লিক করছে না কোনোভাবেই। আমরা অনেক জুটিকেই চেষ্টা করেছি। লিটন দাসকে খুব মিস করছি এই টুর্নামেন্টে। কিছু করার নাই। যেহেতু চোটের সমস্যা। আমরা অনেকগুলো খেলোয়াড়কে এই টুর্নামেন্টে পাচ্ছি না। আমি আশা করি, যারাই খেলবে ওপেনিংয়ে, তাদের যে পরিকল্পনা থাকবে, সেটা অনুযায়ী ব্যাট করবে।