সাকিব বাংলাদেশ ক্রিকেটের 'প্রবলেম চাইল্ড'

বার্তা২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১৯:৪৬

মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে একাধিকবার আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। এইতো দিন কয়েক আগেও  এই অলরাউন্ডারকে নিয়ে কত কি না হয়ে গেল। তারপরও সব পেছনে ফেলে এশিয়া কাপে সাকিবের অধীনেই খেলছে বাংলাদেশ। যদিও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শেষ শেষ হাসি হাসা হয়নি সাকিববাহিনীর।


নিজেদের প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ এখন অনেকটা ব্যাকফুটেই। সুপার ফোরে কোয়ালিফাই করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে এই ম্যাচের আগে ক্রিকবাজের এক অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। পোস্ট ম্যাচ শো'তে অজয় জাদেজা-পার্থিব প্যাটেল মিলে লাল-সবুজের দলটির সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন।


এর আগে অবশ্য শো'টির সঞ্চালক গৌরব কাপুর সাকিবের প্রসঙ্গ টানতে গিয়ে জাদেজাকে প্রশ্ন করেন, 'সাকিব কি বাংলাদেশ ক্রিকেটের প্রবলেম চাইল্ড'? উত্তরে জাদেজা, বোর্ড ও সাকিবের মধ্যে সমঝোতার বিষয় তুলে ধরার সঙ্গেও টি-টোয়েন্টি দলপতির নানা সময়ে নানা বিতর্ক নিয়েও জবাব দেন।



সাকিব অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু ওকে নিয়ে কিছু না কিছু চলতেই থাকে। অন্যতম সেরা অলরাউন্ডার, অসাধারণ ক্রিকেটার। কিন্তু আপনার কি মনে হয় সাকিব বাংলাদেশ ক্রিকেটের 'প্রবলেম চাইল্ড'?। যে সবসময় কোন না কোন ঝামেলা বাধাবেই! জাদেজাকে এমন প্রশ্ন করেন গৌরব।


সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জাদেজা বলেন, 'এটা তো স্বাভাবিক, সে যদি সাধারণ কোন বাচ্চা হতো তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো। ওকে ভিন্নভাবে চিন্তা করতে হয়, ভিন্নভাবে কাজ করতে হয়। এমনটা হবেই। এখানে অনেকসময় বাচ্চাকে বুঝতে হবে বাবা-মা'ই (বোর্ড) আসল বস। অথবা তাকে বাড়ি ছেড়ে নিজের মতো করে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে এটা সম্ভব না, কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও