খবরটি ভুয়া: শাকিব খান
টলিউডের বিতর্কিত প্রযোজক রানা সরকার ফেসবুকে বোমা ফাটিয়েছেন শাকিব খানকে নিয়ে। অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তিনি ও তার পরিবার বাংলাদেশের এ নায়কের ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন। শাকিবও নাকি এটা জানেন। তবে রানা সরকারের এমন অভিযোগ অস্বীকার করেছেন শাকিব। তিনি বলেন, এটা একেবারে ভুয়া খবর। রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি ভারতে কাজ করেছি, তখন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু এই নামে কারো কথা মনে করতে পারছি না।
যাদের কথা মনে করতে পারছি না, তাদের কারো সঙ্গে অর্থনৈতিক লেনদেন করার তো প্রশ্নই আসে না। পুরো বিষয় শুনে মনে হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব। আমার নামটা জড়ালে হয়তো খবরে আসা যাবে, তাই এমনটা করেছে। আমার মনে হয়, শাকিব খান নামটা জড়িয়েছে শুধু আলোচনায় আসতে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে তো তারা এসেছে ঠিকই। মূলত, জয়জিতের ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে ফেসবুককের স্ট্যাটাস-যুদ্ধের সূত্রপাত। এ অভিনেতা লিখেছিলেন, এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর, সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়।