You have reached your daily news limit

Please log in to continue


৫ লাখ টাকা পেল সেই নবজাতক

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে সড়কে জন্ম নেওয়া শিশু ফাতেমার জন্য ট্রাস্টি বোর্ডের ৫ লাখ টাকা পেয়েছেন জেলা প্রশাসক। গত সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক চেক গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন শিশুটির জন্য খোলা ব্যাংক হিসাবে জমা দিতে। তবে টাকার বিষয়ে কিছুই জানেন না শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু।

১৬ জুলাই জেলার ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম, রত্না বেগম ও ছয় বছরের সানজিদা আক্তার নামে তিনজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয় নবজাতক ফাতেমা। পরে ২৯ জুলাই শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে আনা হয়।

ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন হারানোর সময় জন্ম নেওয়া শিশু ফাতেমার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ড। ৭ আগস্ট হাইকোর্ট এ শিশুটির অভিভাবককে অর্থ পরিশোধে ট্রাস্টি বোর্ডকে এক মাস সময় দিয়েছিলেন।

এর আগে ১৯ জুলাই হাইকোর্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে এই অর্থ দিতে বলেছিলেন। তবে ১৫ দিনের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে এ অর্থ পরিশোধে সময় চেয়ে হাইকোর্টের আদেশ সংশোধনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবেদন করেছিলেন। এ আবেদনের ওপর শুনানি নিয়ে ৭ আগস্ট হাইকোর্ট ১ মাস সময় দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন