বনভূমিতে দাবানল কেন দরকার?
প্রতি গ্রীষ্মেই আগুন লাগে বিশ্বের কোনো না কোনো বনে। বিশেষ করে অস্ট্রেলিয়া, অ্যামাজন, আমেরিকার পশ্চিমাঞ্চল ও সাইবেরিয়ার বনগুলো দাবানলের প্রতি খুবই সংবেদনশীল। গত বছর ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল দেখা দিয়েছিল।
এতে পুড়ে ছাই হয়ে যায় ৯ লাখ ৫০ হাজার একরের বেশি বনভূমি। এ বছর নিউ মেক্সিকোর বৃহত্তম দাবানলে পুড়েছে তিন লাখ একরের বেশি। দাবানল মানুষের জন্য বিধ্বংসী হতে পারে, তবে এটি ঝলসে যাওয়া যে ভূমি পেছনে ফেলে যায়, তা বনভূমির জীবনচক্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ। বনের উর্বরতা বৃদ্ধির একটি প্রাকৃতিক উপায় দাবানল। সময়ের সঙ্গে সঙ্গে বনের মাটিতে জমা হওয়া ধ্বংসাবশেষ একটি পুষ্টিসমৃদ্ধ স্তর তৈরি করে।
স্বাভাবিক সময়ে এটি ঠিকভাবে ভাঙা যায় না এবং তা গাছপালা শোষণ করে নেয়। কিন্তু পোড়া অবস্থায় পুষ্টি উপাদানগুলো মাটিতে মিশে যায়। একটি পরিপক্ব বনের বড় গাছগুলো আগুনের মধ্যেও বেঁচে থাকার জন্য প্রস্তুত হয়। ক্যালিফোর্নিয়ায় জন্মানো জায়ান্ট সিকোইয়াস পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে এতে পুরু আগুন-প্রতিরোধী বাকল তৈরি হয়, যা গাছটির ভেতরের অংশকে রক্ষা করে। এ ধরনের এলাকার কিছু উদ্ভিদ প্রজাতির বিবর্তনের সঙ্গেও দাবানলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবানল
- ভয়াবহ দাবানল