নতুন সিরিয়ায় মুখ্য ভূমিকায় থাকবেন নারীরা, বললেন নবনিযুক্ত নারী মন্ত্রী
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত নারীবিষয়ক মন্ত্রী আয়শা আল-ডিবস বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ জর্জরিত দেশটি পুনর্গঠনে নারীদের অবদান রাখতে দিতে সক্ষম হবে তাঁর প্রশাসন।
রাজধানী দামেস্ক থেকে গতকাল রোববার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আয়শা আল-ডিবস আরও বলেন, সিরীয় নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় সম্পৃক্ত করতে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যোগ্যতাসম্পন্ন নারীদের নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সিরিয়ার সব প্রদেশ ও সম্প্রদায়ের নারীদের আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেন দেশটির অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রী। ওই সম্মেলনে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারীনেত্রী