যে কোরিয়ান ছবি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়
ছবির রিভিউ নিয়ে খোঁজখবর করতে গেলে ধন্দে পড়ে যেতে পারেন। বেশির ভাগ সমালোচকই ছবিটিকে ‘মাঝারি মানের’ বলে রায় দিয়েছেন। রটেন টোমাটোজে মোটে ৩২ শতাংশ, আইএমডিবিতে ৫.১, ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে ৫-এ ১! ভাবছেন এই ছবি নিয়ে তাহলে আলোচনার কী আছে। তবে রিভিউ রেটিং যেমন সত্যি, তেমনি সমালোচকদের পাত্তা না দিয়ে ছবি দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়ার বিষয়টিও সত্যি। যে ছবি নিয়ে এত কথা, সেই ‘কার্টার’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৫ আগস্ট। কয়েক বছর ধরেই কোরিয়ার কনটেন্টের বিশ্বব্যাপী যে আধিপত্য, সেটার নতুন প্রমাণ ‘কার্টার’। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই নেটফ্লিক্সে ২৭.৩ মিলিয়ন ঘণ্টা স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ছবিটি। নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টের (নন–ইংলিশ) শীর্ষে উঠে যায়। আগস্টের প্রথম সপ্তাহে ৯০টি দেশে নেটফ্লিক্সের টপ টেন তালিকায় ছিল ‘কার্টার’।
‘কার্টার’ নিয়ে এত মতামাতির সবচেয়ে বড় কারণ, দুর্দান্ত অ্যাকশন। দুনিয়াজুড়ে প্রতি সপ্তাহেই কত যে অ্যাকশন ছবি মুক্তি পায়, ইয়ত্তা নেই। কিন্তু অ্যাকশন কোরিওগ্রাফির যেন নতুন ইতিহাস তৈরি করেছে ‘কার্টার’। ছবিটির কট্টর সমালোচকও এর অ্যাকশন দৃশ্যের তারিফ করেছেন। বলতে বাধ্য হয়েছেন, ‘কার্টার’-এর অবিশ্বাস্য অ্যাকশন দৃশ্য অনায়াসে হলিউডের বিগ বাজেটের ছবিকে টেক্কা দিতে পারে। বিশেষ করে ছবির লাইভ অ্যাকশন, হেলিকপ্টার যুদ্ধ ও রাতের স্কাই ডাইভিং অ্যাকশন দৃশ্য থেকে চোখ সরানো দায়।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- নতুন সিনেমা
- কোরিয়ান সিনেমা