![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/08/27/123002House-of-Dragon.jpg)
‘হাউস অফ দ্য ড্রাগন’ এর দ্বিতীয় সিজনের ঘোষণা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১২:৩০
সদ্য প্রচারিত হওয়া ‘হাউস অফ দ্য ড্রাগন’ এইচবিও থেকে এর সিজন-২ এর জন্য সম্মতি পেয়েছে। ‘গেম অফ থ্রোনস’ এর প্রিক্যুয়েল এই সিরিজটি আরো দীর্ঘদিন এইচবিওতে সম্প্রচারিত হবে, এমনটাই চাইছে এইচবিও।
গতকাল (২৬ আগস্ট) এইচবিও ঘোষণা করেছে যে রায়ান কন্ডাল এবং জর্জ আরআর মার্টিনের ‘হাউস অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এইচবিওর প্রোগ্রামিং-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সেস্কা ওরসি ‘হাউস অফ দ্য ড্রাগন’ এর প্রশংসা করছেন এবং আকর্ষণীয়ভাবে গল্প বলার ক্ষেত্রে এর সৃজনশীল দলের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- নতুন সিজন
- নতুন সিরিজ