বন্যা এবং হড়পা বানে আফগানিস্তানে মৃত ২০০, আন্তর্জাতিক সাহায্য চায় তালিবান
গত কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বৃষ্টি ও হড়পা বানের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার।তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ শুক্রবার বলেন, ‘‘পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন।
কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।’’