ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

যুগান্তর উখিয়া প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১১:৩৮

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও  একজন গুরুতর আহত হয়েছেন। 


শনিবার সকালে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার জয়নাল উদ্দিনের স্ত্রী সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২)। অন্য নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 
আহত ব্যক্তি রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ ( ৩০)।


সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও