কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুঁড়িয়ে চলছে উচ্চশিক্ষা

যুগান্তর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ০৭:২৬

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংকটজনক সময় পার করছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি। গবেষক তৈরির প্রস্তুতি হিসাবে আগে গ্র্যাজুয়েট তৈরি করা হয়।


তাদের একটি অংশ কর্মজগতে প্রবেশ করে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেন। আরেকটি অংশ গবেষণায় নিয়োজিত হন। এই পাঠদান আর গবেষণার নেপথ্য কারিগর শিক্ষক। কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই।


অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের মতো সিনিয়র শিক্ষক ছাড়াও চলছে অধিকাংশ প্রতিষ্ঠান। এ অবস্থায় অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।


অস্থায়ী বা খণ্ডকালীন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উচ্চশিক্ষা কার্যক্রম। অথচ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্পন্ন উচ্চশিক্ষার বিকল্প নেই। এ নিয়েই যুগান্তরের আজকের আয়োজন। প্রতিবেদন দুটি তৈরি করেছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুসতাক আহমদ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও