২০ দিন ধান কেটে ছয় মাসের ‘খোরাকি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১০:৩৯
কৃষক যেমন সারাবছরের একমাত্র ফসল গোলায় তোলার জন্য বৈশাখের শুরু থেকেই হাওরের দিকে তাকিয়ে থাকেন; ঠিক তেমনি শ্রমিকরাও এই সময়ে অন্যসব কাজ ফেলে ছুটে আসেন ধান কেটে ‘খোরাকি’ সংগ্রহের জন্য।
হাওরের ধান কাটতে বড়জোড় ১৫ থেকে ২০ দিনের মতো সময় লাগে। এই সময়ে দিনরাত কাজ করে কেউ কেউ পাঁচ-ছয় মাসের ‘খোরাকি’ সংগ্রহ করতে পারেছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।
তাদের ভাষ্য, এখন হাওরে বাইরের শ্রমিক খুব একটা না আসায় স্থানীয় শ্রমজীবীদের এই সময়ে ব্যাপক চাহিদা থাকে। ফলে কাজ পেতে যেমন অসুবিধা হয় না; তেমনি সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকদের কিছু সুবিধাও বেড়েছে।